মহালয়ারদিনবদলেএকইআবাহনীসুর।
“আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর,ধরণীর বহিরাকাশি অন্তর্হিত মেঘমালা;প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন-বার্তা,আনন্দময়ী মহা মায়ার পদধ্বনি;অসীম চাঁদে বেজে উঠে রূপ-লোক ও রস-লোক এ আনে নব ভাবমাধুরী সঞ্জীবন,তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ী কে মৃন্ময়ী তে আবাহন…”মহালয়ার দিন বদলের সুরে আজও…