মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী। এই প্রকল্পের পথশ্রী ৩ এ পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ, পুন: নির্মাণ, ও রক্ষণাবেক্ষণের কাজের শুভ উদ্বোধন হলো আজ। এই প্রকল্পে রামনগর 1 ব্লকের তালগাছাড়ি দুই অঞ্চলের কুলিআট্টা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত 600 মিটার রাস্তা সহ আরো একটি রাস্তার শুভ সূচনা হলো। এছাড়াও রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হয় আজ।
আজকের এই পথশ্রী ৩ প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি, জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, রামনগর ১ পঞ্চায়েত সমিতি মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা, নিমাই সুন্দর জানা মহাশয়,সমর মাইতি মহাশয় সহ প্রমূখ।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১০৬৫ টি রাস্তা তৈরী হচ্ছে যার মোট দৈর্ঘ্য ৯৫০.১৯৮ কিলোমিটার । যার জন্য ব্যয় হচ্ছে ৩৪৯.৩১ কোটি টাকা। লোকসভা ভোটের প্রাক্কালে পথশ্রী ৩ প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে চমক দিচ্ছে রাজ্যের শাসক দল। এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব অভিযোগ মিটবে এটা বলাই বাহুল্য।