দুয়ারে কুমির!কালনায় বাড়ির সামনে কুমির দেখে হতবাক সকলে!
দুয়ারে কুমির!কালনায় বাড়ির সামনে কুমির দেখে হতবাক সকলে!
হ্যাঁ একদম ঠিক শুনছেন। কালনায় বাড়ির দুয়ারে এসে পৌঁছালো জল জ্যান্ত কুমির। সেই কুমির দেখেই চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। কথায় বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ। না সেই কথাকে একেবারে ভুল প্রমাণ করে কুমির জলে নয় এসে পৌঁছালো একেবারে বাড়ির দুয়ারে। একেবারেই উল্টো পুরানের গল্প। দুয়ারী কুমির দেখার জন্য ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
কালনা ১০ নম্বর ওয়ার্ড এর পালপাড়া এলাকায় রাত ১.৩০ নাগাদ ১০ ফুটের একটি কুমির কে দেখা যায়, প্রত্যক্ষদর্শীরা দেখামাত্রই কালনা থানায় খবর দেয়, কালনাথানা খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স ওই এলাকায় হাজির হয়, কোন মানুষের ক্ষতি যাতে না হয় এবং কোন মানুষ কুমির টাকে ক্ষতি করে দিতে না পারে সেই কারণে পুলিশ নজর রাখছিল কুমিরটির দিকে এলাকাবাসীরা জানান তাদের জীবনে এই প্রথম কুমির বাড়ির সামনে চলে এসেছে।
এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়, এলাকাবাসীরা না ঘুমিয়ে সারারাত ধরে বাড়ির আশেপাশে এবং এলাকাতে ঘোরাঘুরি করতে থাকে, পরিস্থিতি সামলাতে ফায়ার ব্রিগেড এসে হাজির হয়।
জলজ্যান্ত কুমির এইভাবে ডাঙ্গায় উঠে এসে গৃহস্থ বাড়ির সামনে চলে আসার ঘটনা খুবই বিরল। পরিবার থেকে এলাকাবাসী এই দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।
বনদপ্তর এসে কুমিরটিকে উদ্ধার করে।সত্যিই এ যেনো দুয়ারে কুমীর ই বটে। এবার বলাই যায় জ্বলেও কুমির ডাঙ্গায়ও কুমির।