Z- A উল্টোদিকে ৩০ সেকেন্ডে ৮ বার বলে এশিয়া বুক অফ রেকর্ড জয় সংস্থিতার।

Z- A উল্টোদিকে ৩০ সেকেন্ডে ৮ বার বলে এশিয়া বুক অফ রেকর্ড জয় সংস্থিতার।

ইংরেজি বর্নমালা Z- A উল্টোদিক থেকে 30 সেকেন্ডে ৮ বার বলে এশিয়া বুক অফ রেকর্ড জিতে নিলো ঝাড়গ্রামের বেলপাহাড়ির KG-2 এর ছাত্রী সংস্থিতা মাহাত। মাত্র পাঁচ বছর দশ মাস বয়সে এমন অভিনব রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, অবশেষে এল এশিয়া বুক অফ রেকর্ড। মেরি সাফল্যে খুশি বাবা সত্যজিৎ মাহাত ও মা ঝুমা পাইন মাহাতো। ছোটবেলা থেকেই মেয়েকে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে এসেছে বাবা-মা। নাচ গান আবৃত্তি অংকন কুইজ সবেতেই সমান ভাবে পারদর্শী সংস্থিতা মাহাত।

এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। ছোট্ট ছোট্ট পায়ে দেশের গণ্ডি পেরিয়ে এশিয়া স্তরে পুরস্কার জয়ের কাহিনী। এই কম বয়সে সংস্থিতার অদম্য ইচ্ছা শক্তি তাকে সাফল্য এনে দিয়েছে। সে একদিকে যেমন পড়াশোনায় খুব ভালো অন্যদিকে সাংস্কৃতিক প্রতিভায় সুরভিত। ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওয়েস্ট এন্ড হাই স্কুলের KG -2 এর ছাত্রী সংস্থিতা মাহাত।সংস্থিতা মাহাত ঝাড়গ্রাম জেলা থেকে এই প্রথমবার এশিয়া বুক অফ রেকর্ড জয় করল। এই অসাধারণ সাফল্যে খুশি জেলা সহ রাজ্যবাসী।

পরিবার থেকে আত্মীয়-স্বজন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুভেচ্ছা এসেছে,এমনকি জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন মানুষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সংস্থিতাকে।সংস্থিতার বাবা গোপিবল্লভপুর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ‍্যকর্মী। মা আমি আই. সি.ডি. এস এ কর্মরত। বাবা-মায়ের কর্মব্যস্ততার মাঝেও আপন প্রতিভায় সুরভিত সংস্থিতা। বাবা-মা নিজেদের কর্মজীবনের ব্যস্ততার মাঝেও মেয়েকে পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় বারে বারে নিয়োজিত রেখেছেন।

সংস্থিতা এই সাফল্যে স্বভাবতই খুশি। সে আগামী দিনে আরো সাফল্য পেতে চায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *