রামনগর ২ ব্লকের বালিসাই ভূঁইঞাগড় এর পুজোয় আজও ঐতিহ্যের ছোঁয়া।ঘুরে আসতে পারেন আপনিও।পুজোর সময় সাধারণ মানুষ এই রাজবাড়িতে প্রবেশের অনুমতি পায়।রামনগর দীঘা যাওয়ার পথে বালিসাই পানিপারুল মোড়ের পরেই রাস্তার ডানদিকে গেলেই বালিসাই ভূঁইঞাগড় ।এখনো আছে আগেকার দিনের দুটি কামান।কামান দেগেই হতো পুজো।এখন সেই প্রথা বন্ধ।আছে প্রাচীন মন্দির।ঘুরে দেখার অনেক স্থান।এখনো পুরোনো বাড়ি,দালান রয়েছে।কিছুটা অংশ নব রূপে তৈরী হয়েছে।রয়েছে গোপন সুড়ঙ্গ যদিও সেটা এখন বন্ধ।রাজবাড়ির গেটে ঢুকলেই মনে হবে সভ্যতার এক প্রাচীন যুগে প্রবেশ করছি।এই পুজোয় আজও ঐতিহ্যের ছোঁয়া।জমিদার বাড়ির সদস্যর সাথে সাংবাদিক হিসেবে দীর্ঘক্ষণ কথা হলো।হেরিটেজের ভাবনা রয়েছে তাঁদের।রাজপরিবার থেকে উদ্যোগে আগামী দিনে সেজে উঠতে চলেছে এই বালিসাই ভূঁইঞাগড় এর রাজবাড়ি।নিরিবিলি এক জায়গা।সত্যি মনে হবে আপনি যেনো অন্য জগতে চলে এসেছেন।মন ফিরে যাবে 300 বছর আগে।রাজবাড়ির দেওয়ালে কান পাতলে এখনো যেনো শোনা যায় রাজপরিবারের ঐতিহ্য।