৬০ পেরলে সকলেই পাবেন বার্ধক্য ভাতা! দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন গ্রহণ।

শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার কর্মসূচি। এবার থেকে ৬০ বছর ঊর্ধ্ব যে কোনও ব্যক্তিই বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাতে পারবেন৷ অর্থাৎ, এবার রাজ্যের সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিকে ভাতার আওতায় আনল রাজ্য৷ অন্যদিকে এই দফাতেই পরিযায়ী শ্রমিকেরা নিজেদের নাম ঠিকানা সব নথিভুক্ত করতে পারবেন রাজ্যের খাতায়৷

মূলত, ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আবেদন নেওয়া হবে ক্যাম্পের মাধ্যমে। ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা।

এতদিন পর্যন্ত উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য ‘জয় জহর’ এবং ‘তফশিলি বন্ধু’ প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সি প্রবীণদের ১০০ শতাংশ ভাতা দিত রাজ্য সরকার৷ সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না৷ কিন্তু, এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে সমস্ত প্রবীণ মানুষদের জন্যই চালু হল এই বার্ধক্য ভাতা৷

প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে রাখা থাকবে হেল্প ডেস্ক। পাশাপাশি, রাজ্যের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে দুয়ারে সরকারের জন্য। ১৮০০৩৪৫০১১৭/ ০৩৩২২১৪০১৫২ সহ আরও ১৫ টি লাইন থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।

এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে কয়েকটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে।বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, সহ আরও দুটি নতুন প্রকল্প।

গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জানিয়েছেন, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রত্যেকবারের মতো এবারও মোট ৩৫টি সরকারি পরিষেবা পাওয়া যাবে। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে আলাদা করে অভিযোগ জানানোর জায়গা। দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কারোর কোনও অভিযোগ জানানোর থাকলে তা লিখে সেই বাক্সে ফেলে দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। পরে সেই অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This Website in on Sale


Hello Visitors,

This Website is on Sale including Complete Domain and Hosting Access.

Call 9955142239 or Email us: admin@asitcare.in

This will close in 120 seconds