মান্দারমনিতে স্নান করতে গিয়ে পাঁচজন তলিয়ে যায় একজন নিহত দুজন আহত দুজন নিখোঁজ

মান্দারমনি তাজপুর সমুদ্র সৈকত জুড়ে প্রচন্ড পরিমাণে জলোচ্ছ্বাস তাতেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। পাঁচ বন্ধু ধর্মতলা থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকালে এসেছিলেন মান্দারমনিতে আনন্দ উপভোগ করতে কিন্তু আনন্দ উপভোগ করতে না পেরে ওদের নিরানন্দের কারণ হয়ে বসলো। পাঁচবন্ধু শুক্রবার দুপুর একটার সময় স্নান করার জন্য সমুদ্রে নামেন পাঁচ জনে তলিয়ে যান এরমধ্যে নুলিয়া সমেত মান্দারমনি কোস্টাল থানার পুলিশদের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । দুজন এখনো নিখোঁজ তিনজনের মধ্যে নভেদ আখতার বয়স ৪০ ঘটনাস্থলে মারা যান। দুজনকে আশঙ্কা জনক অবস্থায় বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো

মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে সমুদ্রের ঢেউয়ে তলিয়ে এক পর্যটকের মৃত্যু।মৃতের নাম নভেদ আকতার( ৪০), বাড়ি কলকাতার ধর্মতলা এলাকায়।উদ্ধার হয়েছে দুজন।আরো দুই পর্যটক নিখোঁজ পুলিশ তল্লাশি চালাচ্ছে। কলকাতা থেকে আজ পাঁচজনের দল মন্দারমনিতে বেড়াতে এসেছিল। দুপুরে স্নানে নেমেই বিপত্তি। কৌশিকী অমাবস্যার টানে আজও সমুদ্র উত্তাল। সেই উত্তাল সমুদ্র স্নানে নেমে বিপত্তি। মৃতদেহ উদ্ধার করে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This Website in on Sale


Hello Visitors,

This Website is on Sale including Complete Domain and Hosting Access.

Call 9955142239 or Email us: admin@asitcare.in

This will close in 120 seconds