তাজপুর সমুদ্র সৈকতের বীচ সংলগ্ন হোটেলের ধাবাতে ভয়াবহ আগুন লাগলো আজ দুপুরে। আগুন লাগার ঘটনাই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে আগুন লেগেছে তা সঠিক কারন জানা না গেলেও সর্ট শার্কিটের দরুন আগুন লেগেছিল বলে অনুমান ।বাঁশ ও কাঠের নির্মিত সমুদ্রপাশের এই ধাবায় ভয়াবহ আগুন লেগে যায়। কয়েক লক্ষ টাকার হোটেলের সরঞ্জাম নষ্ট হয়েছে বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় না।