সৈকত নগরী দীঘায় পথ দুর্ঘটনা রোধ করতে রাজ্য সরকারের প্রকল্প সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার করল দীঘা ও দীঘা মোহনা থানার ট্রাফিক পুলিশ। এই বছরের মাধ্যমে কি করা উচিত কি করা উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে হ্যান্ডবিল বিলি করেন। এবং সাইকেল রিক্সা অন্যান্য যানবাহনের পিছনে স্টিকার বসানোর মাধ্যমে এই পচার অভিযান চালান। এই বছরের মাধ্যমে বিশেষ নজরদারী চালানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও। তবুও বহু মানুষ সচেতন হন না। তাই এবার পথদুর্ঘটনার সংখ্যা আরও কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পক্ষ থেকে। এবার সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার করা হচ্ছে নতুন আঙ্গিকে।
পথনাটিকার মাধ্যমে প্রচার করা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ এর। সৈকত নগরী দিঘার গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার মোড়ে পথনাটিকার মাধ্যমে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার চালানো হয়েছে। পথে যেতে যেতে নামের একটি পথনাটিকার মাধ্যমে করা হয়েছে প্রচার। উপস্থিত ছিলেন দীঘা ও দীঘা কোস্টাল থানার ওসি সহ সহকর্মী বৃন্দ।