বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী ৩ রা অক্টোবর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে ফলে উপকূলের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকে উত্তাল দিঘার সমুদ্র।তবে আকাশ পরিষ্কার।স্থানীয় প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা বলয় দীঘার স্নান ঘাট গুলিকে দড়ি বেঁধে ব্যারিকেড করা হয়েছে ইতিমধ্যেই।জোয়ারের সময় গাড়ওয়ালের নিচে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।
উত্তাল সমুদ্র সেই কারণে আঁটোসাঁটো নিরাপত্তা দীঘা সৈকত জুড়ে। প্রশাসন সূত্রে জানা যায় ভাঁটার সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটকদের সমুদ্র স্নানে অনুমতি দেয়া হয়।
পুজোর আগেই দুর্যোগের ঘনঘটা বঙ্গে। হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। পুজোর বাজার সরগরম। পুজোর আগেই বৃষ্টি অসুরের ক্ষতিগ্রস্ত হচ্ছে পুজোর মার্কেটিং।
আগামী বুধবার থেকে আবহাওয়া উন্নতি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা বিদায় এর আগে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ।