অভিষেকের দিল্লি যাত্রা ! চোর চিটিংবাজ গুলো দিল্লি গেছে, বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

অভিষেকের দিল্লি যাত্রা ! চোর চিটিংবাজ গুলো দিল্লি গেছে, বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

বিজেপিকে ভুত দেখছে, তাই এই ধরনের মন্তব্য করেছেন শাসকদল তৃণমূল – শুভেন্দু

বাঁকুড়ায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যুকে হাতিয়ার করেছে তৃণমূল। মৃতের পরিবারদের নিয়ে দিল্লি যাচ্ছেন শাসকদল তৃণমূল। তিন শিশুর মৃত্যুর দায় চাপানো হচ্ছে বিজেপির উপর। আবাস যোজনার টাকা না দেওয়ায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যু। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপিকে ভুত দেখছেন। তাই এই ধরনের মন্তব্য করে চলেছে। ওরা শাসকদলে নয় বিরোধীদলে আছ বুঝি। বাংলা থেকে কয়লা, গরু সহ অন্যান্য থেকে মধু খাচ্ছে। আবাস যোজনার ৫০ লক্ষ বাড়ি কোথায় গেলো৷ তিনতলা, চারতলা বাড়ির মালিকরা আবাস যোজনার তালিকায় তাই বন্ধ করেছে। রবিবার কাঁথির প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রে কারুশিল্পী ও হস্তশিল্পীদের নাম নথিভুক্ত করণের মাধ্যমে পিএম বিশ্বকর্মা যোজনার শুভ সূচনায় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বাংলার স্বাস্থ্য সাথী কার্ড যে বড় বড় চিকিৎসালয়ে নেওয়া হয় না তা এদিন নাম ধরে ধরে বলেন। একদিকে যখন ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য শাসকদল তৃণমূল দিল্লি অভিযানে ব্যস্ত তখন বাংলায় পিএম বিশ্বকর্মা যোজনার নাম নথিভুক্ত করার কাজে ব্যস্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *