রামনগর আই টি আই কলেজে পঠনপাঠন শুরু, মন্ত্রী অখিল গিরির হাত দিয়েই হলো শুভ সূচনা ।
★রাজীব নন্দী,রামনগর,পূর্ব মেদিনীপুর।
■ ক্লাস প্রক্রিয়া শুরু সোমবার থেকে।
■পড়ুয়ারা কলেজ 4 টি কোর্সে ভর্তি হতে পারবে।
■ ফিটার, ইলেকট্রিশিয়ান,ওয়েল্ডার, কম্পিউটার প্রোগ্রামিং
■শুভ উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি ও সভাধিপতি উত্তম বারিক
■প্রায় সাড়ে তিন একর জায়গার ওপর গড়ে উঠেছে কলেজ।
■ ৮কোটি টাকা ব্যয়ে এই কলেজ তৈরী
রামনগর আই টি আই কলেজের শুভ উদ্বোধন হলো মহাসমারোহে।
রামনগর আই টি আই কলেজ দীর্ঘ দু’বছর ধরে গড়ে উঠলেও শুরু হয়েছিলোনা ক্লাস,অবশেষে পঠন-পাঠন শুরু হলো।
অবশেষে আগামী সোমবার শুরু হতে চলেছে পঠন-পাঠন। রামনগর দু’নম্বর ব্লকের অন্তর্গত মৈতনা অঞ্চলে অবস্থিত এই রামনগর আই টি আই কলেজ। এই কলেজ চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছিলো এলাকাবাসীর। অবশেষে এই কলেজ শুরু হলো । আইটিআই কোর্সের 4 টি বিষয়ে এখানে পড়ানো হবে ।প্রাচীর ঘেরা ক্যাম্পাসের মধ্যে নব রূপে সেজে উঠেছে ক্যাম্পাস, পঠন পাঠানোর জন্য প্রস্তুত করে তোলা হয়েছে। এলাকার বাসিন্দা থেকে শুরু করে কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়াদের দাবি অবশেষে মিটতে চলেছে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি আশ্বাস দিয়েছিলেন এই কাজ অতি দ্রুততার সহিত সম্পন্ন হবে। আজ তিনি উদ্বোধনে এসে বলেন এই কলেজ হওয়ার ফলে এলাকার কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণ হবে।
মন্ত্রীর কথামতো অবশেষে পঠন-পাঠন করতে শুরু হতে চলেছে।
সরকারি আইটিআই কলেজে টেকনো ইন্ডিয়া গ্রুপ চারটি কোর্স চালু করেছে। প্রায় সব গুলি করছে ভর্তি শেষ কয়েকটি মাত্র শীট রয়েছে যা আগামী দশ তারিখের মধ্যে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে। রামনগর আইটিআই কলেজের শুভ সূচনা এসে সার্বিক উন্নয়নের বার্তা দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
রামনগর দু’নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের এলাকায় গড়ে ওঠা এই কলেজ সাড়ে তিন বছর আগে শুভ সূচনা হয়। প্রায় সাড়ে তিন একর জায়গার উপর গড়ে উঠেছে এই কলেজ। কলেজের শুভ উদ্বোধনে এসে আবেগ আপ্লুত জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র।
রামনগর আই টি আই কলেজ গড়ে তোলার জন্য প্রায় ৮ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়। মৈতনা এলাকায় এই কলেজটি গড়ে উঠলেও এই কলেজটির রামনগর আই টি আই কলেজ নামেই পরিচিত। এই কলেজ শুরু হওয়ার ফলে এলাকার যুবক-যুবতীরা কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষা লাভ করতে পারবে। কলেজের প্রিন্সিপাল কলেজের শুভ উদ্বোধনে এসে ক্লাস শুরু হওয়ার দিনক্ষণ ঘোষণা করেন।
রামনগর আই টি আই কলেজের সাথে এলাকার মানুষদের আবেগ ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এই কলেজ গড়ে ওঠার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে।
রামনগর আইটিআই কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা কারিগরি শিক্ষায় যেমন শিক্ষিত হবে ঠিক তেমনিভাবে আগামী দিনে ক্যারিয়ার গড়ার এক বড় দিশা পাবে।