শিশির ভেতর দুর্গা ঠাকুরের ছবি এঁকে অবাক করলো নদীয়ার শিল্পী
মা আসছেন হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। মায়ের আগমনীর আগে ঔষধের শিশির ভেতর দুর্গা ঠাকুরের ছবি এঁকে তাক লাগালো নদীয়ার এক শিল্পী।
শিশির ভেতরে দুর্গা ঠাকুরের ছবি এঁকে অবাক করলো নদীয়ার শিল্পী।
কিছুদিন আগে হাতে নয় পেট দিয়ে ছবি এঁকে ভাইরাল হয়েছিলেন নদীয়ার চাপড়ার যুবক তুহিন মন্ডল।
হাত দিয়ে নয়, পেট দিয়ে ছবি এঁকে এক দিকে যেমন অনন্য নজির গড়েছিল নদীয়ার চাপড়ার যুবক তুহিন মন্ডল,ঠিক তেমনি ভাবেই ঔষধ এর শিশির ভেতর দুর্গা ঠাকুরের ছবি এঁকে রীতিমতো ভাইরাল তিনি। অসম্ভব শব্দ বন্ধের মধ্যে যে সম্ভব শব্দটি লুকিয়ে রয়েছে সেই সেই সম্ভবকে ইতিবাচক ভাবনায় বাস্তব রূপ দিয়েছে নদীয়ার চিত্রশিল্পী। সাধারণত হাত দিয়েই তিনি ছবি এঁকে থাকেন। ছাত্র-ছাত্রীদের ছবি আঁকাও সেখান তিনি। হঠাৎ করেই এক বছর আগে তার ভাবনায় আসে তিনি অভিনব ভাবে পেট দিয়েই আঁকবেন ছবি। সেই ভাবনা থেকেই আবার তিনি কাচের শিশির ভেতরেই আঁকলেন দুর্গা মায়ের ছবি। যেই ভাবা সেই কাজ। টানা 10-15 দিন ধরে সারাদিনের 7 থেকে 8 ঘণ্টা কাজ করে তিনি এই শিল্পকলা ফুটিয়ে তুলেছেন।অন্যদিকে তিনি বলেন দীর্ঘ এক বছরের চেষ্টাই তিনি রপ্ত করে ফেলেছেন পেট দিয়ে ছবি আঁকা। তিনি শোনালেন সেই অভিজ্ঞতা কাহিনী।
তুহিন মন্ডল জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক সম্মান অর্জন করেছেন তার এই অসাধারণ প্রতিভার জন্য। ওয়ার্ল্ড রেকর্ডে তিনি তার নাম তুলতে চান আবেদনও করেছেন তিনি। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে চিত্রশিল্পীর পাঠ নিয়েছিলেন তিনি। তিনি আগামীর প্রজন্মকে বার্তা দিতে চান অসম্ভবকে জয় করলেই সম্ভবকে জয় করা যায়। শিশির ভেতর দুর্গা ঠাকুরের ছবি এঁকে জনপ্রিয়তা অর্জন করেছেন নদীয়ার এই শিল্পী।