।
রামনগর 1 ব্লক মন্ডল বিজেপির দলীয় কর্মসূচী অনুষ্ঠিত হলো বালকবাড় পান মার্কেটে ।পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। আজকের জনসভায় রামনগর এক ব্লক বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।আগামীতে রয়েছে লোকসভা নির্বাচন।তার দিকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি।রামনগর 1 ব্লকে 1 টি পঞ্চায়েত ও রামনগর 2 ব্লকে কয়েকটি অঞ্চল বিজেপি পঞ্চায়েত নির্বাচনে দখল নিয়েছে।সাংগঠনিক ভাবে দলকে আরো মজবুত করার লক্ষে এগোচ্ছে বিজেপি।আজকের এই জনসভায় বিজেপির নেতৃত্বরা শাসক দলের সমালোচনা করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বার্তাকে সামনে রেখে আগামীতে এগোতে চাইছে দল।রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির গড় রামনগরে বিজেপি চাইছে তাদের আধিপত্য প্রকাশ করতে আগামী দিনে সংগঠন আরো মজবুত করে লোকসভা নির্বাচনে ভালো ফল করা প্রয়াসী হয়েছে তারা।এমনটাই বার্তা দেন বিজেপি নেতৃত্ব তপন মাইতি।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল,রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, জেলা নেত্রী ও প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি, জেলা সহ-সভানেত্রী মৌমিতা দাস, জেলা নেতৃত্ব ধীরেন্দ্রনাথ পাত্র,রামনগর -১ মন্ডলের সভাপতি বিবেক মাইতি,বিজেপি নেতৃত্ব বরুণ শী সহ জেলা ও মন্ডলের নেতৃবৃন্দ।
বিপুল সংখ্যায় দলীয় সমর্থকগন উপস্থিত ছিলেন এই জনসভায়।
উক্ত জনসভায় উপস্থিত দলীয় জেলা ও মন্ডল নেতৃত্বগন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ও বুথ সশক্তিকরন এবং জনসম্পর্ক ও গৃহসম্পর্ক অভিযান।মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে, ভারতীয় জনতা পার্টিকে পুনঃ নির্বাচিত করার কথা বলেন।