■রাজীব নন্দী,দীঘা,পূর্ব মেদিনীপুর
কোলকাতায় ৬৭ তম রাজ্য বিদ্যালয় সিলেকশন ট্রায়াল ক্যাটাগরি ২০২৩ জুডোতে চারটি সোনা জিতল রামনগরের ছাত্র-ছাত্রী। পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের আয়োজনে কলকাতায় ৬-৬ নভেম্বর কলকাতায় আয়োজিত রাজ্য স্কুল সিলেকশন ট্রায়াল ২০২৩ এ রামনগর থেকে ৪ জন ছাত্রছাত্রী সোনা জিতে রামনগর বাসিকে গর্বিত করল। এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল সৌম্যদীপ জানা , ঐন্ড্রিলা আচার্য, সূহত্র দাস, স্বস্তিকা পাহাড়ী,প্রত্যেকেই এখন জেলার গর্ব। সেই সঙ্গে এদেরকে নিয়ে ইতিমধ্যে গর্ব করতেন শুরু করেছেন রামনগরের বাসিন্দারা। জেলার মুখ উজ্জ্বল করায় কার্যত খুশি জেলা বাসী।
রামনগরের বাসিন্দা সৌম্যদীপ জানা ৪৫ কেজির নিচে, ঐন্ড্রিলা আচার্য ৭০ কেজির নিচে, সূহত্র দাস ৮১ কেজির নিচে, স্বস্তিকা পাহাড়ি ৫২ কেজির নিচে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় সোনা জিতে জেলার সোনার ছেলে ও মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে।
এর সাথে সাথে নন্দিনী সাউ, তৃপ্তি রয়, অঙ্কিতা পন্ডা, সুমি সার, অঙ্কিতা জানা সিলভার মেডেল এ পুরস্কৃত হয়েছে, নিসা মন্ডল, সাত্তিক জানা, চয়ন জানা ব্রোঞ্জ মেডেলে পুরস্কৃত হয়েছে। যা নিয়ে কার্যত খুশি রামনগর জুডো ক্লাবের প্রশিক্ষক অজয় নন্দী।