রামনগরের গোবিন্দপুর হাট ময়দানে বিজেপির জনসভায় সৌমেন্দু অধিকারী।বিশাল জনসভাভারতীয় জনতা পার্টি

রামনগর ৩ মন্ডলে
গতকাল ১১ই সেপ্টেম্বর সোমবার, রামনগর বিধানসভা অন্তর্গত পালধুই অঞ্চলের গোবিন্দপুর হাট ময়দানে রামনগর ৩ মন্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি- জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী।
রামনগর বিধানসভার পালধুই অঞ্চলের গোবিন্দপুর হাটে রামনগর তিন মন্ডলের বিশাল জনসভা।এই সভায় দলীয়কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামীতে লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি সহ প্রত্যেকটি দল। মন্ডলের প্রত্যেকটি এলাকায় বিজেপি দলের নির্দেশে বিভিন্ন সভা করছে। এই সভায় উপস্থিত ছিলেন রামনগর ৩ মন্ডল সভাপতি সত্যেন পঞ্চাধ্যায়ি।
বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি।
জেলার কাঁথি সাংগঠনিক সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল।

রামনগর 3 ব্লক মন্ডল বিজেপির দলীয় কর্মসূচী অনুষ্ঠিত হয় ।পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। আজকের জনসভায় রামনগর এক ব্লক বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।আগামীতে রয়েছে লোকসভা নির্বাচন।তার দিকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি।রামনগর 1 ব্লকে 1 টি পঞ্চায়েত ও রামনগর 2 ব্লকে কয়েকটি অঞ্চল বিজেপি পঞ্চায়েত নির্বাচনে দখল নিয়েছে।সাংগঠনিক ভাবে দলকে আরো মজবুত করার লক্ষে এগোচ্ছে বিজেপি।আজকের এই জনসভায় বিজেপির নেতৃত্বরা শাসক দলের সমালোচনা করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বার্তাকে সামনে রেখে আগামীতে এগোতে চাইছে দল।রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির গড় রামনগরে বিজেপি চাইছে তাদের আধিপত্য প্রকাশ করতে আগামী দিনে সংগঠন আরো মজবুত করে লোকসভা নির্বাচনে ভালো ফল করা প্রয়াসী হয়েছে তারা।এমনটাই বার্তা দেন বিজেপি নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *