চাঁদপুরে পাওয়া মৃত যুবতীর পরিচয় পাওয়া গেলো অবশেষে বাড়ি ওর নদীয়া জেলার তাহেরপুর এলাকার বাড়ি ।
নাম – লাবনী দাস বয়স 24 রবিবার ব্যারাকপুর দিদির বাড়ির আসার পথে নিখোঁজ হয়ে যায় তার পর পরিবার অনেক খোঁজাখুজির পর সংবাদ মাধ্যমে জানতে পারে । মন্দারমনি থানা এসে যোগাযোগ করে এবং দেহ সনাক্ত করে ।
নদীয়ার চাকদহ থেকে ব্যারাকপুরে দিদির বাড়ি যাবে বলে মন্দারমণিতে! মৃত যুবতীর পরিচয় পেল পুলিশ ১৩ই সেপ্টেম্বর বুধবার বিকাল বেলায়।
মন্দারমণিতে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল ১১ ই সেপ্টেম্বর সোমবার ।যুবতীর বাড়ি নদিয়ার চাকদহ এর তাহেরপুর এলাকায়। মৃত যুবতী লাবনী দাস। তাঁর বাড়ি নদিয়া জেলার চাকদহ এর তাহেরপুর এলাকায় সংবাদ মাধ্যমে খবরের জেরে পরিবারের লোকেরা মৃতদেহটি প্রাথমিকভাবে শনাক্ত করেন। মৃতদেহটি শনাক্ত করতে ইতিমধ্যে পৌছালেন মান্দারমণি। মৃত যুবতীর পরিচয় উদ্ধারের পর রীতিমতো রহস্য দাঁনা বেঁধেছে।
সূএ মারফত জানা গিয়েছে, ওই যুবতী কলেজ পাশ করার পর বিউটি পার্লারের কাজ করতেন। গত রবিবার বিকালে দিদির বাড়ি ব্যারাকপুর যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তারপরেই যুবতীর মোবাইল সুইচড অফ হয়ে যায়। পরের দিন অর্থাৎ সোমবার মন্দারমণি মেরিন ড্রাইভ চাঁদপুরে পাথরের ওপর যুবতীর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
মন্দারমণি উপকূল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
যুবতীর পরিচয় উদ্ধার করতে সব রকমভাবে তদন্তও শুরু করে পুলিশ। প্রতিবেশী রাজ্য ওড়িশা-সহ একাধিক থানায় যুবতীর ছবি পাঠান হয়। ওই যুবতীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন জেলা পুলিশের আধিকারিকেরা। যদিও এই বিষয়ে এখনওই কোনও মন্তব্য করতে রাজি হয়নি জেলা পুলিশ। তবে ওই যুবকী কী ভাবে বা কার সঙ্গে মন্দারমণিতে পৌঁছলেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।