পারিবারিক বিবাদের জেরে আটকে রয়েছে মৃতদেহ সৎকারের কাজ। গতকাল সন্ধ্যার সময় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের বাজকুল গ্রামের বাসিন্দা তেজেস্কর অধিকারীর। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল রাত থেকে আজ দিনভর বাড়িতে পড়ে রয়েছে দেহ। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে এই অচল অবস্থা তৈরি হয়েছে। বাজকুল বাসস্ট্যান্ডের ওপর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। বাবার কাছ থেকে লিখিয়ে নিয়েছে ছোট ভাই । অভিযোগ দাদার পরিবারের। আর, ছোট ভাইয়ের পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাহ আটকে রয়েছে। সন্ধ্যা নামলেও এখনও মেটেনি বিবাদ। এখনও পড়ে রয়েছে দেহ।