দীঘায় খুঁটি পুজোয় রাজন্যা হালদার। যাদবপুরে সিসিটিভি বসছে, খুশি ছাত্র পরিষদের নেত্রী।

★রাজীব নন্দী,দীঘা,পূর্ব মেদিনীপুর।

দীঘায় খুঁটি পুজোয় রাজন্যা হালদার। যাদবপুরে সিসিটিভি বসছে, খুশি ছাত্র পরিষদের নেত্রী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ দিল রাজ্য সরকার। যাদবপুরের রেজিস্ট্রারকে রাজ্যের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তিনি নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর সূচনায় এসে তাদের আন্দোলনের সাফল্যের কথা শুনে বিশেষ প্রতিক্রিয়া দেন।
চিঠিতে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস গেট, হোস্টেল গেট, সল্টলেক ক্যাম্পাস গেটে সিসিটিভি নজরদারির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। যাদবপুরে সিসিটিভি বসানোর দায়িত্বে রয়েছে ওয়েবল। রাজন্যা হালদার বলেন আগামী দিনে আমরা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে আরো বেশি করে নজর দেব। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই টোল ফ্রি নাম্বার চালু করেছেন। তিনি স্বপ্নদ্বীপের মত কারো স্বপ্ন যেন আগামী ভবিষ্যতে নষ্ট না হয়ে যায়। ছাত্র পরিষদ সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। দীঘা সমুদ্র সৈকতের প্রথমবার এসে আবেদন আপ্লুত। দিঘার উন্নয়নকে নিয়ে তিনি বলেন দীঘা মুখ্যমন্ত্রীর হাত ধরে নবরূপে সেজে উঠেছে।

৪১ তম বর্ষের দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর সূচনায় উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের খাদ্যকর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। অঞ্চল প্রধান সুশান্ত পাত্র। জয়ী ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য অয়ন জানা,প্রমুখ।

দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোয় যেমন চমক ছিল ঠিক তেমনি ভাবে এবার পূজোতে ও থাকছে অভিনবত্বের ছোঁয়া। সৈকত শহরে প্রাচীন পুজোর মাধ্যমে অন্যতম দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *