বাড়িতে সাপের ডিম ফুটিয়ে 25 টি কেউটে বাচ্চার জন্ম অপেক্ষায় আরো 44 টি!

বাড়িতে সাপের ডিম ফুটিয়ে 25 টি কেউটে বাচ্চার জন্ম অপেক্ষায় আরো 44 টি!

একটা দুটো কেউটে নয়! পরিবেশ কর্মীর বাড়িতে সযত্নে রাখা উদ্ধার হওয়া সত্তোরটি ডিম ফুটে একে একে বেরেলো কেউটের বাচ্চার দল। বিশেষ পদ্ধতিতে সদ্যজাত কেউটের বাচ্চাদের উদ্ধার করে ছেড়ে দেওয়া হল জঙ্গলে। পটাশপুরের বাড়িতে সাপের ডিম ফুটিয়ে 25 টি কেউটের বাচ্চার জন্ম হয়েছে অপেক্ষায় রয়েছে আরো 44 টি। প্রকৃতি প্রেম যেন ধরা দিয়েছে অন্যভাবে। পটাশপুরে কেলাই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা সোমনাথ দাস অধিকারী। তিনি যেন প্রকৃতির এক অনন্য ফেরিওয়ালা। যার নাম শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক ছোবলেই ছবি হওয়ার যোগান। সেই কেউটে সাপকে পুষে রেখেছেন বাড়িতে। সোমনাথ বাবুর বাড়িতে থাকা অ্যাকোয়ারিয়ামে ২৫টি কেউটে বাচ্চার জন্ম হয়েছে। সেগুলি পাশের বাগুই নদীতে ছেড়ে দিয়েছেন তিনি।
এভাবে বাড়িতে সাপকে বড় করে তোলা ও পরবর্তী সময়ে প্রকৃতির কোলে তাদের ফিরিয়ে দেওয়ার ঘটনা বিরল।

পটাশপুর এক নম্বর ব্লকের জীব বৈচিত্র সংস্থার সভাপতি পদে রয়েছেন সোমনাথ দাস অধিকারী।জীব বৈচিত্রের জন্য সব জীবেরই বেঁচে থাকা জরুরী। প্রকৃতির জন্য জীবের জন্য লড়াই করে চলেছেন তিনি। সোমনাথ বাবু জানান পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দুটি বিষাক্ত কেউটে সহ ৭৬ টি সাপের ডিম উদ্ধার করেন পরিবেশ রক্ষায় যুক্ত অনুপ মন্ডল। সেগুলি সযত্নে নিয়ে আসা হয় পটাশপুরে। প্রথম দিন দুটো সাপকে নিজের বাড়ির বাগানের পুকুরেই ছেড়ে দেন তিনি। সাপের ডিম থেকে বাচ্চা বেরোতে প্রায় ৯০ দিন সময় লাগে। একেকটি সাপ এককালীন ৩০ টি ডিম দিতে পারে। পরিবেশবিদ সোমনাথ বাবু জানান পরিবেশ রক্ষায় সর্পকুলকে বাঁচিয়ে রাখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *