মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। পরে সেগুলিকে ‘ট্র্যাক’ করে খুঁজে বের করার চেষ্টা হয়। যার মধ্যে কিছু মোবাইলের খোঁজ ভিন্রাজ্যে পাওয়া গিয়েছে।
মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল। নয় তো গিয়েছিল হারিয়ে। এমন 14 টি মোবাইল উদ্ধার করলো রামনগর থানার পুলিশ। এমনই 14 টি মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল রামনগর থানার পুলিশ। আজ রামনগরে অপারেশন প্রয়াস কর্মসূচির মাধ্যমে মোবাইল মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। ওই মোবাইলগুলির অনেকগুলো আবার ভিন্রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। বাকি আরো মোবাইলও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। রামনগর থানার বড় সাফল্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল নস্কর,ডি এসপি ডি এন টি আবুনূর হোসেন,
,সি আউ কন্টাই শুদ্ধসত্য দাস।
মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। কেউবা বাজার করতে গিয়ে রামনগর স্ট্যান্ডে মোবাইল হারিয়েছেন কেউবা মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাওয়ার সময় মোবাইল ছিনতাই হয়।
সমিতির ম্যানেজার থেকে কলেজের ছাত্রী, ব্যবসায়ী থেকে সাধারণ কৃষক অনেক ধরনের মানুষেরই মোবাইল কারো চুরি হয় আবার কারো হারিয়ে যায়। কেউবা ছয় মাস আগে হারিয়েছেন কেউবা এক বছর আগে মোবাইল হারিয়েছেন।
দীর্ঘদিন পর মোবাইল ফিরে পেয়ে খুশির আনন্দ। রামনগর থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছেন তারা।