করোনা কাটিয়ে ছন্দে ফিরেছে শিল্পশহর,ফিরছে বিশ্বকর্মা পুজোর জৌলুস

করোনা কাটিয়ে ছন্দে ফিরেছে শিল্পশহর,ফিরছে বিশ্বকর্মা পুজোর জৌলুস

বাঙলির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ওপিরদিকে শিল্প শহর হলদিয়ার উৎসব মানে বিশ্বকর্মা পূজা।জাঁকজমক করে পুজো হয় বিভিন্ন কারখানা গুলিতে। এর মধ্যে অন্যতম হলদিয়া পেট্রোকেমিকাল লিমিটেডের পুজো। করোনা কালে সেই জৌলুস ফিকে হলেও হলদিয়ার পেট্রোকেমিক্যাল লিমিটেডের পূজোর পুরনো ভাব আবার ও ফিরয়ে আনছেন উদ্যোক্তারা। প্রতি বছরের ন্যায় এই বছর ও জাকজমক ভাবেই উদযাপন করা হবে পুজো বলেই জানান উদ্যোক্তারা । এ বছরের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা।হলদিয়া পেট্রোকেমিকাল এর এই বছরের পুজোয় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় থাকছে অন্য চমক।সামাজিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। যেমন ডেঙ্গি নিয়ে সচেতনতা, বৃক্ষরোপণ ,বস্ত্র বিতরণ । যারা দর্শনার্থী , তাদের জন্য প্রসাদ তো থাকছেই ,তার সঙ্গে ছোট একটি টিফিনের ব্যবস্থাও তারা করেছে। সব মিলিয়ে শিল্প শহরের ফিকে হওয়া জৌলুস ফিরছে মনে করছে হলদিয়ায় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *