শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর সূচনা হলো মহা সমারহে।

শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর সূচনা হলো মহা সমারহে।

শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন। বিশ্বকর্মা পূজার শুভ সূচনা হলো মহাসমালয়ে। আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে গোটা হলদিয়া। মন্ডপে মন্ডপে থিমের পুজোর বাহার। একদিকে মন্ডপসজ্জা অন্যদিকে ঠাকুরের শয্যায় অভিনবত্বের ছোঁয়া। শিল্প শহর হলদিয়ার প্রত্যেকটি অলিতে গলিতেই পূজো হয় প্রতিবছর। করোনা আবহ কাটিয়ে দারুণ ছন্দে ফিরেছে হলদিয়া শিল্পনগরী। প্রতিবছর বিশ্বকর্মা পুজোর দিন আনন্দে মেতে থাকে গোটা শিল্প নগরী হলদিয়া। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে এক মুঠো আনন্দ নিয়ে আসে এই বিশ্বকর্মা পুজো।
পুজোর উদ্বোধনে আইএনটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির জেলা সভাপতি চন্দন দে, শ্রমিক নেতা মিলন মন্ডল সহ অন্যান্যরা।
এদিন দুস্তদের হাতে বস্ত্র ও চারা গাছ তুলে দেওয়া হয় মন্ডপে মন্ডপে থেকে।।

করোনা কাটিয়ে ছন্দে ফিরেছে শিল্পশহর,ফিরছে বিশ্বকর্মা পুজোর জৌলুস।
বাঙলির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, অপরদিকে শিল্প শহর হলদিয়ার উৎসব মানে বিশ্বকর্মা পূজা।জাঁকজমক করে পুজো হয় বিভিন্ন কারখানা গুলিতে। করোনা কালে সেই জৌলুস ফিকে হলেও হলদিয়ার সংস্থা পূজোর আয়োজন করে। প্রতি বছরের ন্যায় এই বছর ও জাকজমক ভাবেই উদযাপন করা হবে পুজো বলেই জানান উদ্যোক্তারা । এ বছরের পুজোর বাজেট প্রায় অনেকটাই বেড়েছে এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। অন্যদিকে হলদিয়া পেট্রোকেমিকাল এর এই বছরের পুজোয় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় থাকছে অন্য চমক।সামাজিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। যেমন ডেঙ্গি নিয়ে সচেতনতা, বৃক্ষরোপণ ,বস্ত্র বিতরণ। সব মিলিয়ে শিল্প শহরের ফিকে হওয়া জৌলুস ফিরছে মনে করছে হলদিয়ায় সাধারণ মানুষ।

পুজোর ডিন হাজার হাজার মানুষ ভিড় জমান শিল্পনগরী হলদিয়ায়। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সহ ভিন জেলার মানুষরাও বিশ্বকর্মা পুজো দেখতে আসেন এই হলদিয়া শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This Website in on Sale


Hello Visitors,

This Website is on Sale including Complete Domain and Hosting Access.

Call 9955142239 or Email us: admin@asitcare.in

This will close in 120 seconds