মনহরা, প্রাণহরা, থেকে শুরু করে রসমালাই ও সরপুরিয়ার মিষ্টির আবহে সুরভিত কেপস সুইটস। উৎসব প্রিয় বাঙালির বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মিষ্টি প্রিয় বাঙালি জুড়ি মেলা ভার। গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে কাঁথির কেপস সুইটস নিয়ে এলো প্রায় পঞ্চাশটির ও বেশি মিষ্টির অভিনবত্বের সমাহার। জেলা জুড়ে কেপসের মিষ্টি মানেই এক আলাদা স্বাদের অভিনবত্ব দেয়। কলকাতা ঘরানার বিভিন্ন মিষ্টির সমাহার রয়েছে কেপস সুইটস এ। কাঁথি বাসি একেবারে হাতের মুঠোয় চলে এলো কেপস সুইটস।
কাঁথি কেপ্স হোটেল এন্ড রেস্টুরেন্টের কেপ সুইটসের প্রধান শাখার সাথে সাথে কাঁথি নেহেরু মার্কেটে কেপস হয়েছে আরেকটি শাখার শুভ সূচনা হলো আজ। তার সাথে সাথে এগরা শহরেও আজ আরেকটি নতুন শাখার সূচনা হয়েছে।
কাঁথির নতুন শাখায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা বলছেন কম দামের মধ্যে গুণগতমানের সেরা কেপস এর মিষ্টি।