মহাজনহাট শিব মন্দির প্রাঙ্গণে আকনা ঘন্টশোলা বুথ তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কমিটির আয়োজনে বিনামূল্যে চশমা বিতরণ উপস্থিত কারা মন্ত্রী
পূর্ব মেদিনপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের গোবরা পঞ্চায়েতের মহাজনহাট শিব মন্দির প্রাঙ্গণে, আকনা ঘন্টশোলা বুথ তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কমিটির আয়োজনে মঙ্গল বার সকাল ১০ টা সময় ৪৬ জনকে বিনা মূল্যে চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ( কাঁথি সাংগঠনিক) বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা অঞ্চল প্রধান দীপিকা সাহু ভুঁইয়া, বিভাস মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
গোবরায় ফতেপুর- দুর্গাপুর তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়নের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির সূচনায় কারা মন্ত্রী ।
পূর্ব মেদিনীপুর জেলার, রামনগর বিধানসভার, রামনগর এক নম্বর ব্লকের, গোবরা পঞ্চায়েতের ফতেপুর -দুর্গাপুর তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টার সময় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে রক্তদাতাদের সম্বর্ধনা জানিয়ে উদ্বোধন করেন কারা মন্ত্রী অখিল গিরি।
সহযোগিতায় কন্টাই ব্লাড ব্যাংক। পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি এই অনুষ্ঠানের উদ্বোধনে এসে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন।
রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা সহ ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ( কাঁথি সাংগঠনিক) বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা অঞ্চল প্রধান দীপিকা সাহু ভুঁইয়া, বিভাস মিশ্র, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার জানা সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।