খেজুরিতে গভীর রাতে ব্যাপক বোমাবাজি বাড়িঘর ভাঙচুর আহত তৃণমূল কংগ্রেসের প্রায় চারজন।
খেজুরিতে গভীর রাতে ব্যাপক বোমাবাজি বাড়িঘর ভাঙচুর আহত তৃণমূল কংগ্রেসের প্রায় চারজন।
অভিযোগ গতকাল খেজুরি ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে বিজেপি জয়লাভ করার পর এমন তান্ডব চালাচ্ছে বিজেপি দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার বিজেপির।
গতকাল পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে খেজুরি ২ ব্লকের স্থায়ী সমিতি নির্বাচনের পর থেকে বিজেপির কর্মী সমর্থকরা খেজুরির বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসে মেতে উঠে।দক্ষিন বোগায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাতভর খেজুরির বিভিন্ন জায়গায় শুরু হয় ভাঙচুর,মারধর, বোমাবাজি।
তৃণমূলের অভিযোগ, বিজেপি স্থায়ী সমিতি গঠন করায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, তৃণমূল কর্মীদের মারধর, বোমাবাজি,করছে বিজেপি।
খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।