দীঘা ,কাঁথি, তমলুক সহ দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে । আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
নিম্নচাপের প্রভাব, বঙ্গে চলবে বৃষ্টি,
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে । আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অবস্থান করছে করছে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপর। রাজ্য থেকে বেশ কিছুটা দূরে চলে যাওয়ায় কমবে বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৪ তারিখ থেকে বৃষ্টি কমবে।