প্রতিনিয়ত জেলার আনাচে-কানাচে থেকে মাদক কারবারিদের খবর উঠে আসতো। এবার মাদক সূত্র উঠে এলো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। ড্রাগস ব্রাউন সুগারের রমরমা বলেই এমন অভিযোগে উঠলো।জানা যাচ্ছে, কাঁথি শহরের পৌর এলাকার বাই পাসের অদূরে বিক্রেতা মিরাজ আলি সহ ৬ নাবালক যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে আরো বেশ কিছু নাবালক বলেই জানা যাচ্ছে। কাঁথির দমকল বিভাগের কাছে একটি গোপন ডেরায় কেনাবেচা চলছিল। তারপরই ধরে ফেলে স্থানীয় ক্লাবের সদস্যরা।
খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে পুলিশ। এলাকা থেকে অভিযোগ মাদক রমরমা ব্যাবসা চলছে। এর জেরে মাদকাসক্ত হয়ে পড়েছে এলাকার বহু কিশোর ও যুবক।
ঘটনায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এলাকায় ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে। বিক্রেতা মিরাজ আলিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাঁথি থানার পুলিশ।