রামনগর -২ নম্বর ব্লকের, কাদুয়া পঞ্চায়েতের মাইতি হাটে উত্তর রামনগর শ্রীদূর্গা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো আজ। এই সংস্থা ৭৭ তম বছরে পদার্পণ করলো।রক্ত দান মহান দান এক ফোটা রক্ত বাঁচায় প্রাণ, একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
যেসব রোগীর নিয়মিত বা প্রায় প্রতিদিন রক্তের প্রয়োজন হয়, তাঁদের রক্ত সংকট এখনো আছে যেমন, থ্যালেসেমিয়া রোগী, আবার সড়ক দুর্ঘটনাসহ নানা দুর্ঘটনার শিকার যাঁরা হন, তাঁদের তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন হয়। আজ এই রক্তদান শিবিরে সবাইকে সম্বর্ধনা জানানোর পর রক্তদান প্রক্রিয়া শুরু হলো। এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা সহ ১৫০ জনের অধিক রক্তদাতা রক্ত দান করেন।
উপস্থিত ছিলেন উত্তর রামনগর শ্রীদূর্গা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক লিলিপ্ত মাইতি, সভাপতি অমূল্য করণ, কার্যকরী সভাপতি নিত্যানন্দ পট্টনায়ক, অনিতেশ দাস, অনুপম মাইতি, হৃষিকেশ সামন্ত, অংশুমান করণ প্রমুখ।