তমলুক: কেন্দ্রীয় সরকার বাংলার ১০০ দিনের টাকা আটকে রেখেছে। সেই বকেয়া টাকা আদায়ের জন্য বাংলার ১০০ দিনের কাজের সাথে যুক্ত মানুষজনদের নিয়ে দিল্লি অভিযানের ডাক শাসকদল তৃণমূলের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান। অভিযান যাতে সার্থক না হয় তার জন্য নানা ভাবে বাধা দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও অভিযানে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি অবস্থান বিক্ষোভ করার অনুমতি মিলছে না, দিল্লি যাওয়ার জন্য বুকিং করা ট্রেন বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে যেদিন দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির দিন ধার্য্য করা হয়েছে সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। বাংলায় বিজেপি কোনোভাবে জায়গা করতে পারছে না তখন এই ধরনের বাধা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যতই বাধা দেওয়ার চেস্টা করুক আমাদের আন্দোলন জারি থাকবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র। এই ভাবে বাধা দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানো যায় না। আগামী দিনেও যাবে না।
কেন্দ্রের এই ধরনের আচরনের প্রতিবাদ জানিয়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দলিয় কার্যালয়ে ভার্চুয়াল বৈঠক যোগদান করেন সৌমেনকুমার মহাপাত্র, জেলা মহিলা সভানেত্রী শিবানী দে কুন্ডু, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা।