কাঁথিতে বিস্ফোরক শুভেন্দু!ট্রেন বাতিল নয়,কোচ বাতিল,তৃণমূলের প্রচুর চুরির টাকা, ফ্লাইটে কর্মীরা যাবে!
কাঁথিতে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর!ট্রেন বাতিল নয়,কোচ বাতিল,তৃণমূলের প্রচুর চুরির টাকা, ফ্লাইটে তৃণমূল কর্মীরা যাবে এমন মন্তব্য করেন তিনি!
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ট্রেন বুক করা হয়েছিলো তা বাতিল নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু বলেন, কে বলেছে ট্রেন বাতিল হয়েছে? কোচ বাতিল করেছে। যারা যাচ্ছে তারা কারা?, তৃণমূলের চুরির প্রচুর টাকা আছে। মমতা ও অভিষেক চ্যাটার ফ্লাইটে যাতায়াত করে এবার তৃণমূলের কর্মীরাও করবে। ডিয়ার লটারি ৩০০ কোটি দিয়েছে, এখনো লটারি, মদ, কয়লা সহ অন্যান্য দপ্তর থেকে মাসে ৫০ থেকে ৬০ কোটি টাকা পায়। সেই টাকা খরচ করবে।
শনিবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধ তথা কাঁথি টাউন হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন-২০২৩ এর ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্য ও সদস্যাগণ, যাঁরা নিজেদের পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে দায়িত্বশীল বিরোধীদের ভূমিকা গ্রহণ করবেন তাদের নিয়ে একটি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।
সেই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, চন্দ্রশেখর মন্ডল,পূর্বতন জেলা সভাপতি ও রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার সুদাম পন্ডিত, রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় সহ অন্যান্যরা।
সম্প্রতি কিছুদিন আগে মহিষাদলে তমলুক সাংগঠনিক জেলার মহিলা সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী ঘোষনা করেছিলেন বাংলায় বিরোধী দলনেতার ভূমিকা কি হওয়া উচিত তা আমি প্রশিক্ষণের মাধ্যমে জানাবো। সেই মতো এদিন কাঁথি সাংগঠনিক জেলার নব নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদিয়ে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
প্রশিক্ষণের পাশাপাশি আগামী ২৪ এর লোকসভা নির্বাচনের রণকৌশল এদিন তুলে ধরেন উপস্থি বিজেপি নেতা কর্মীদের সামনে।।