কন্টাই ক্যারাটে একাডেমির সূচনায় সভাধিপতি উত্তম বারিক

আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে “কন্টাই ক্যারাটে একাডেমি দেশপ্রান” এর ইনডোর হলের এর শুভ উদ্বোধন হলো।
প্রায় কুড়ি বছর ধরে রোদ বৃষ্টি কিংবা ঠান্ডায় এই একাডেমির ছাত্র-ছাত্রীদের ট্রেনিং নিতে হতো খোলা মাঠে। এবার একাডেমীর ইনডোর হলের শুভ উদ্বোধনের ফলে এবার সপ্তাহের প্রতিদিন ছাত্রছাত্রীরা ট্রেনিং নিতে পারবে।
ছোট ছোট ছেলে মেয়েদের আত্মনির্ভর গড়ে তোলার লক্ষ্যে এই ক্যারাটে একাডেমীর শুরু করেন গোয়া ক্যারাটে একাডেমি থেকে ‘ফোরডান ব্ল্যাক বেল্ট’ প্রশিক্ষণ প্রাপ্ত সেক আকবর ওরফে ছাত্রছাত্রীদের প্রিয় গোপাল দাস। প্রথমে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে শুরু করলেও, বর্তমান এই একাডেমির ছাত্র-ছাত্রী সংখ্যা সাড়ে 600রও বেশি।
আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত থেকে সংবাদ মাধ্যমকে বিশেষ বার্তা দেন।

বিশিষ্ট সমাজসেবী সেক সাত্তার, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না, কাউন্সিলর আলেম আলী খান, নিরঞ্জন মান্না, পঞ্চায়েত সমিতির সদস্য আমিন সোহেল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়- কন্টাই ক্যারাটে একাডেমি দেশপ্রাণের।

একাডেমীর সভাপতি ইমরান আলী খান জানান- বিগত দিনে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট কোন অডিটোরিয়াম না থাকার কারণে, সপ্তাহে একদিন ক্লাস করা যেত। এবার এই ইনডোর হলের উদ্বোধন হওয়ার সপ্তাহের প্রতিদিনই ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *