মান্দারপুর সমবায় সমিতির ৬৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মান্দারপুর সমবায় সমিতির দোতলায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ও রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য- কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র। আজকে সমিতির সাধারণ সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে মান্দারপুর সমবায় সমিতি কাজু হাব গড়তে চলেছে। এমনকি তেল পাম্প তৈরি করার জন্য জমি ও ইতিমধ্যে কেনা হয়েছে। আগামী দিনে মান্দারপুর সমবায় সমিতি মানুষের সার্বিক উন্নয়নে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে।
রামনগর বিধানসভায় প্রাচীন সমবায় সমিতির মধ্যে মান্দারপুর সমবায় সমিতি বিশেষ উল্লেখযোগ্য।, ৬৪তম বার্ষিক সাধারণ সভায় গ্রাহকদের আরো স্বচ্ছ ভাবে পরিষেবা দেওয়ার বার্তা দিচ্ছে তারা। একদিকে গ্রাহকদের কথা ভেবে অন্য দিকে এলাকার মানুষদের কথা ভেবে বিভিন্ন জনমুখী কাজ করার জন্য এগিয়ে আসছে মান্দারপুর সমবায় সমিতি। জেলা পরিষদের নবনির্বাচিত খাদ্যকর্মাধ্য তমা আন্তরুদাস মহাপাত্র বলেন মান্দারপুর সমবায় সমিতি আগামী দিনে বিভিন্ন রকম কর্মকান্ডে এগিয়ে আসবে।
মান্দারপুর সমবায় সমিতির 64 তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
রামনগর- 2 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গীতা দাস শিক্ষা কর্মাধ্যক্ষ নিলম রায় মৈতনা পঞ্চায়েতের প্রধান সোমা বারিক পঞ্চায়েতে সদস্য ও সদস্যাগণ। উপস্থিত ছিলেন মান্দারপুর সমবায় সমিতির সভাপতি ওয়াসিম রহমান, ডাইরেক্টর অজয় খান্ডা। মান্দারপুর সমবায় সমিতির পক্ষ থেকে গ্রাহকদের সার্বিক উন্নয়নে পাশে থাকার বার্তা দেওয়া হয়।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির
সম্পাদক পিনাকী দিন্ডা ও মান্দারপুর সমবায় সমিতির সকল প্রতিনিধিগণ।