রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। আর সেই দিঘা দিনে দিনে সেজে উঠছে। এবার ওল্ড দিঘার পাশাপাশি নিউ দিঘাতেও ঘড়ে উঠছে উন্নতমানের পার্ক। দিঘার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দিঘায় যান জেলাশাস পূর্ণেন্দু মাজি সহ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দিঘা সাজিয়ে তুলতে, এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে, পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ নির্দেশেকা জারি করা হয়েছিলো৷ ২২ শে আগষ্ট সেই নির্দেশিকা মেয়াদ শেষ হয়েছে। নির্দেশিকা শেষের পর দিঘা ঘুরে দেখলেন জেলাশাসক সহ জেলা প্রাশনিক কর্তারা। এদিন জেলাশাসক জানান দিঘায় বেআইনি সমস্ত কাজ বন্ধ করা হবে এবং যারা সরকারি নির্দেশিকা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি তিনি বলেন, ওল্ড দিঘার পাশাপাশি নিউ দিঘাতে একটি উন্নতমানের পার্ক গড়ে তোলা হচ্ছে যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন করা হবে। পুজোর আগেই সেই কাজ সম্পন্ন হবে। দিঘাকে ঘিরে রাজ্য সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে
ধিরে ধিরে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটকদের কথা ভেবে দিঘাকে আরও সুন্দর ও ঝাঁচকচকে করে তোলার পরিকল্পনা রয়েছে।
