এগরার খাডিকুল থেকে বর্তমানে দত্তপুকুর। রাজ্যে বিভিন্ন জায়গায় অবৈধ বাজিকারখানার বিস্ফোরণে বলি হয়েছে অনেক মানুষ। সরকার বাজিহাব তৈরি বার্তা দিলেও এখনো বাস্তবায়ন রূপ পায়নি সর্বত্র। বাজি কারখানার সাথে অনেকের কর্মসংস্থান জড়িয়ে থাকে। সবুজ বাজি ও পরিবেশ বান্ধব বাজি তৈরির অনুমোদন থাকলেও কিছু কিছু বাজি কারখানায় অবৈধভাবে বাজি নির্মাণ করা হয়।
রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণের পর প্রশাসন নড়েচড়ে বসে। প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যায় বাজি তৈরি ও বিক্রি বন্ধ করে দেওয়া হয়। যারা এই বাজি কারখানার সাথে যুক্ত ছিলেন তারা শোনালেন তাদের দুঃখের কাহিনী।
বাজি তৈরি ও বাজি বিক্রির সাথে যুক্ত মানুষজনদের বিকল্প কাজের জন্য বাজি হাব গড়ে তোলার কাজ চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণের পর মহিষাদলের বাজি পাড়া নামে পরিচিত চিঙ্গুড়মারি এলাকার ১৪ টি পরিবার অসহায় হয়ে পড়েছে।
কেউ বাড়িতে বিড়ি বাঁধছে আবার কেউ মাঠে ঘাটে কাজ করে কনো রকমে সংসার চালাচ্ছেন। তারা চাইছেন রাজ্য সরকারের ঘোষণা অনুসারে দ্রুত গড়ে উঠুক বাজি হাব।